fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১:১৯

আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নে নৌকা প্রতীক চান ইমাম হাছান

এম.ছাইদুল হাসান ভূইঁয়া (আড়াইহাজার সংবাদদাতা )
  • আপডেট : সেপ্টেম্বর, ১৮, ২০২১, ১২:৫৮ অপরাহ্ণ
  • ২০৮ ০৯ বার দেখা হয়েছে
আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নে নৌকা প্রতীক চান ইমাম হাছান

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক চান ইমাম হাছান।তাই তিনি খাগকান্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিধায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

 

শুক্রবার বিকেলে তিনি খাগকান্দা ইউনিয়নের ডেঙ্গুর কান্দী,সায়েদাবাদ,কমলাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ করতে দেখা যায়। এসময় তার সাথে কয়েকশ কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে তিনি খাগকান্দা ইউনিয়নের কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

 

তার সাথে একান্ত আলাপকালে তিনি বলেন আল্লাহ যদি সহায় হোন এবং নজরুল ইসলাম বাবু  এমপি মহোদয় যদি তাকে নৌকা প্রতীক উপহার দেন তাহলে তিনি নৌকার মাঝি হয়ে খাগকান্দা ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে  প্রতিটি মানুষের সেবা করতে চান।

 

তিনি বলেন সাংসদ  নজরুল ইসলাম বাবু তথা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য  প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং বিভিন্ন নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় প্রত‍্যাশা করেন।

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell