নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ মরহুম একেএম নাসিম ওসামনের পুত্র আজমেরী ওসমানসহ তার পরিবারের সকল সদস্যদের সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে জুম্মার নামাজের পর নাসিক ১১ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদে এলাকাবাসীর পক্ষে রবিন ও রাসেলের উদ্যোগে এ দোয়ার আয়োজন করেন ।
দোয়া শেষে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইছাক আলী, যুবলীগ এর রনি, লিটন, রহমান, আবু হেনা, জুয়েল, সনি, রাজু ও আমজাদসহ আরো অনেকে। উল্লেখ, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমান, আজমেরি ওসমানের স্ত্রী সাবরিনা ওসমান জয়া, তার পুত্র আলিফ ওসমানসহ পরিবারের অনেক সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।