আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১২ এর ১০ বছর পূর্তি উপলক্ষে ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আই,ইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন ছাত্ররা।
এসময় আসিফ, মাহমুদুল হাসান মৃদুল, মেহেদী হাসান মৃদুল-, নাহিদ, সুজন, জাকারিয়া, মাহফুজের ডাকে সাড়া দিয়ে আই,ই,টি সরকারী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০১২ ব্যাচের প্রায় ১০৫ শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। ইফতার মাহফিলে দেশ ও সমাজের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান সম্পর্কে আয়োজক কমিটি জানায়, আয়োজন সফল হয় তখনই যখন আমাদের সেই চিরচেনা বন্ধুদের পুরনো মুখগুলো দেখতে পাই। তাই এবারও বলবো সফলভাবেই শেষ করতে পেরেছি আমাদের এ আয়োজন।
সময়ের সাথে সাথে আজ সবাই ব্যস্ত। সবার সাথে সবার আজ দেখা হয় না। তাই সবাইকে মিলিত করার জন্য প্রতিবছর আমাদের এ আয়োজন থাকে। ইনশাআল্লাহ সামনের দিকেও আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।