নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের শরীরে সফল অস্ত্রোপ্রচার হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নাসিকের সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশেষ দোয়া করা হয়েছে।
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি: ১৭৫৩ গোদনাইল মেঘনা ডিপো শাখার উদ্যোগে শুক্রবার গতকাল (২৩ সেপ্টেম্বর) এসওরোডস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অয়ন ওসমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।
এছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ও কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতির সু-স্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি ও দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক মোঃ আশরাফ উদ্দিন জানান,দীর্ঘ প্রায় সাড়ে ৫ ঘন্টাব্যাপী অয়ন ওসমানের অপারেশন (অস্ত্রোপচার) হয়েছে। সফলভাবে অপারেশন হওয়ায় আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। এবং তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আমার শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ও বাদ জুম্মা এলাকার ৫টি মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে।এ সময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান বিএসসি, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানা আঞ্চলিক শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সামাদ বেপারী, শ্রমিক নেতা আলহাজ্ব বাচ্চু মিয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি জোবায়ের আলম হীরা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাষ্টার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি আকতার হোসেন, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, গোদনাইল মেঘনা ডিপো শাখার ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি হাজী রুহুল আমিন মন্ডল, সহ-সভাপতি খাজা মাইনুদ্দীন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মহাজন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সহ-সভাপতি হাজী মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ মহিউদ্দিন সানি, প্রচার সম্পাদক এ আর মহসিন, গোদনাইল পদ্মা ডিপো মালিক সমিতির কোষাধ্যক্ষ মো: সাইফুদ্দিন প্রমুখ।
পারিবারিক তথ্যমতে, রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অয়ন ওসমানের শরীরে দীর্ঘ প্রায় সাড়ে ৫ঘন্টা ব্যাপি অপারেশন (অস্ত্রোপচার) হয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। আরও কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে।
পরিবারের পক্ষ থেকে সবার কাছে অয়ন ওসমানের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে। অয়ন ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরে জেড এন আইটি সলিউশন এবং জেড এন শিপিং নামে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।