নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের শরীরে সফল অস্ত্রোপ্রচার হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও তাঁর দ্রুত সুস্হতা কামনা করে নাসিকের ৬নং ওয়ার্ডে তাঁতীলীগের উদ্যোগে বিশেষ দোয়া করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের উদ্যোগে রবিবার (২৫ সেপ্টেম্বর) মুনলাইট এলাকায় অয়ন ওসমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। এ
ছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান ও কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতির সু-স্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ জানান, গত শুক্রবার দীর্ঘ প্রায় সাড়ে ৫ ঘন্টাব্যাপী এভারকেয়ার হাসপাতালে অয়ন ওসমানের অপারেশন (অস্ত্রোপচার) হয়েছে।
সফলভাবে অপারেশন হওয়ায় আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। এবং তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে তাঁতীলীগের উদ্যোগে বিশেষ দোয়া করা হয়েছে।এসময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান প্রধান, সাধারণ সম্পাদক মো: মনির, সাংগঠনিক সম্পাদক শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: হেলাল, উপ দপ্তর বিষয়ক সম্পাদক নাঈম ইসলাম সাজন, শিব্বির আহমেদ, ফারুক হোসেন বাক্কু, মিজান প্রমুখ।