নানা কর্মসূচির মধ্য দিয়ে ইমতিনান ওসমান অয়নের জন্মদিন পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নেতারা।
৩৪তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সোমবার (২১ নভেম্বর) দিনভর এই দিবসটি উৎযাপন করা হয়।
এসময় ইমতিনান ওসমান অয়নের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে মসজিদে মাদ্রাসা আর এতিমখানায় দোয়া, মিলাদ ও কোরআন খতম করা হয়েছে।
পাশাপাশি শিশুদের খাবারের আয়োজন করা হয়েছে।
১৯৮৮ সালের ২১ নভেম্বর নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তাঁর স্ত্রী সালমা ওসমান লিপি দম্পতির ঘরে প্রথম সন্তান হিসেবে জন্মনেন ইমতিনান ওসমান অয়ন। তবে, অয়ন ওসমান নামেই বেশি পরিচিত।
৩৪তম জন্মদিন ছিল সোমবার।
দিনটি উপলক্ষে নিতাইগঞ্জে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে রাসেল, সুরুজ, হাসান, ফরিদ।
এছাড়া বাপ্পি চত্তরে সোহান, বাপ্পি, সীমান্ত, গোগনগর থেকে শরীফ, ইসদাইরে শুভ্র, রবিন, তল্লায় নীলয়, বাবুরাইলে নীলয়, তুষার, মুসলিম নগরে তালহা, জোনায়েত, রাফি, বন্দরে ফারিয়ান, ফারদিন, শিশির, আবির, জয়, সোনারগাঁ রাশেদ, সাব্বির, কাঁচপুরে শামীম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড থেকে শাওন, অনিক, শুভ, ১৬ নং ওয়ার্ডে সুব্রর্ণ, সেতু, ১৭ নং ওয়ার্ডে ইমন, কাশিপুরে ফরহাদ, ফতুল্লায় মীর শুভ, শুভ্র, রবিন, আহাদ, গোগনগরে আহাদ, রাফিন মিলাদ ও দোয়ার আয়োজন।