কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় আজ বাংলাদেশে এসেছেন।এ অভিনেত্রী পরিচালক পূজন মজুমদারের ‘পিয়া রে’ বাংলাদেশি ছবিতে অভিনয় করবেন। ছবিতে শুটিংয়ের উদ্দেশ্যে এসেছেন বাংলাদেশে। বিমান থেকে নেমে কোথাও দেরি না করে একেবারে শুটিংস্পট চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
জানা যায়, আজ (২৮ সেপ্টেম্বর) থেকে নায়ক শান্ত খানের সাথে পুরোদমে শুটিং করবেন কলকাতার নায়িকা। চাঁদপুরে একটানা ছবির কাজ চলবে। ‘পিয়া রে’ ছবিতে অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকে।
এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাভ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তাঁর বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিউডের ছবি।