fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ৪:০৫

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে খবর প্রতিদিনের যুগপূর্তি সম্পন্ন

এম.আর.হায়দার
  • আপডেট : নভেম্বর, ৩০, ২০২২, ১০:২৮ অপরাহ্ণ
  • ৮৪ ০৯ বার দেখা হয়েছে
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে খবর প্রতিদিনের যুগপূর্তি সম্পন্ন

বুধবার (৩০ নভেম্বর) নগরীর রাইফেল ক্লাব মিলনায়তনে নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক খবর প্রতিদিনের এক যুগ পূর্তি উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে খবর প্রতিদিনের যুগপূর্তি সম্পন্ন

সাংবাদিক এস.এম ইকবাল রুমী সম্পাদিত ও প্রকাশিত দৈনিক খবর প্রতিদিন এর একযুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড.নূরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নব নির্বাচিত নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি এবং দৈনিক ডান্ডি বার্তা সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ হাবিবুর রহমান বাদল। সম্মাণিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোঃ বাদল, দৈনিক নারায়ণগঞ্জের আলো সম্পাদক ও প্রকাশক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু  আহম্মেদ, জাতীয় দৈনিক দেশ রূপান্তরের নারায়ণগঞ্জ প্রতিনিধি ও বন্দর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোবারক হোসেন খান কমল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের সভাপতি মোঃ শাহজাহান প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক ও সবারকণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক এম.আর.হায়দার রানা, সহ সাধারন সম্পাদক হাজী মোঃ মহসিন, সম্মিলিত নাট্যকর্মী জোটের সহ সাধারন সম্পাদক শফিউল আলম রেজা, নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি পদক প্রাপ্ত বাংলাদেশ চলচিত্রের নৃত পরিচালক ও অভিনেতা হারুনুর রশীদ, বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক ফজলুল হক পলাশ, নাট্যনির্দেশক শেখ এম.এ.মালেক, মানবাধিকার কাউন্সিলের সহ আইন বিষয়ক সম্পাদক এড. নয়নী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোঃ ইব্রাহিম মোল্লা, বিটিভির সঙ্গীত পরিচালক ও জেলা শিল্পকলার পদক প্রাপ্ত মোঃ মনির হোসেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও পরিচালক আমজাদ হাসান ও জি.এম রনি, বিশিষ্ট তবলা বাদক কৃষ্না দাস, সোনালী লাইফ ইন্সুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েট সাইদ আহমেদ, নারায়ণগঞ্জ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি ফটোসাংবাদিক মোক্তার হোসেন সহ নারায়ণগঞ্জের বিভিন্ন সংবাদ পত্রের অসংখ্য প্রতিনিধি এবং ফটোসাংবাদিকবৃন্দ।

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে খবর প্রতিদিনের যুগপূর্তি সম্পন্ন

আলোচনায় বক্তাগন সকল স্থানীয় দৈনিক পত্রিকার সকল সম্পাদক ও প্রকাশক এবং সকল সাংবাদিককে এক থেকে মানুষের কল্যাণে কাজ করার এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। পরিশেষে আনন্দঘন পরিবেশে অতিথিগন উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে দৈনিক খবর প্রতিদিনের একযুগ পূর্তি উদযাপন করেন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell